রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে

| প্রকাশিতঃ ২৫ জানুয়ারী ২০১৮ | ৬:১১ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৭ হাজারের বেশি। এক লাখ ৩৫ হাজার ২২১ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছে; গত বছর শিক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ১৮ হাজার ২৯ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. তাওয়ারিত আলম জানান, এবছর মোট এক হাজার ২৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৭৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এবার পরীক্ষার্থীদের মধ্যে এক লাখ ১৮ হাজার ৮৮ জন নিয়মিত ও ১৭ হাজার ১১৯ জন অনিয়মিত। এছাড়াও ১৪ জন শিক্ষার্থী মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেবেন।

এ বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী ব্যবসায় শিক্ষা বিভাগে, আর সবচেয়ে কম পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগে। ব্যবসায় শিক্ষা বিভাগে এবছর ৬১ হাজার ৭৭৯ জন, মানবিক বিভাগে ৪২ হাজার ৬৮৭ এবং ও বিজ্ঞান বিভাগে ৩০ হাজার ৭৭৫ জন।

পরীক্ষার্থীদের মধ্যে ৯৪ হাজার ৭০৩ জন চট্টগ্রাম জেলায় ও ৩২ হাজার ১৯৬ জন চট্টগ্রাম মহানগরের শিক্ষার্থী। এছাড়াও কক্সবাজার থেকে ১৮ হাজার ৭৪৭, খাগড়াছড়ি জেলায় নয় হাজার ৬২১, রাঙামাটিতে আট হাজার ৫৬৮ ও বান্দরবান জেলা থেকে তিন হাজার ৫৮২ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হবে এসএসসি পরীক্ষা।