রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

শ্রীলঙ্কা পেল ত্রিদেশীয় সিরিজের শিরোপা

| প্রকাশিতঃ ২৭ জানুয়ারী ২০১৮ | ৮:০৪ অপরাহ্ন

মিরপুর: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরেকটি ফাইনাল খেলল বাংলাদেশ। পেল আরেকটি হারের তেতো স্বাদ। শ্রীলঙ্কার কাছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এবার স্বাগতিকরা হেরেছে ৭৯ রানে।

২২২ রান তাড়ার আগেই একটা ধাক্কা খায় বাংলাদেশ। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া মাঠের বাইরে চলে যান সাকিব আল হাসান।

টপ অর্ডার শুরুতে পথ দেখাতে পারেননি। প্রায় একাই খেলতে হয়েছে মাহমুদউল্লাহকে। তার দারুণ ব্যাটিং পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।

২৬ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার মদুশঙ্কা। দুটি করে উইকেট নেন দুশমন্থ চামিরা ও আকিলা দনঞ্জয়া।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪১.১ ওভারে ১৪২ (তামিম ৩, মিঠুন ১০, সাব্বির ২, মুশফিক ২২, মাহমুদউল্লাহ ৭৬, মিরাজ ৫, সাইফ ৮, মাশরাফি ৫, রুবেল ০, মুস্তাফিজ ০*; লাকমল ০/২৯, চামিরা ২/১৭, থিসারা ০/৩১, মদুশঙ্কা ৩/২৬, দনঞ্জয়া ২/৩০, গুনাথিলকা ০/৪)

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২২১ (গুনাথিলাকা ৬, থারাঙ্গা ৫৬, মেন্ডিস ২৮, ডিকভেলা ৪২, চান্দিমাল ৪৫, থিসারা ২, গুনারত্নে ৬, দনঞ্জয়া ১৭, মদুশঙ্কা ৭, লাকমল ২, চামিরা ১*; মিরাজ ১/৫৩, মাশরাফি ১/৩৫, মুস্তাফিজ ২/২৯, মাহমুদউল্লাহ ০/১৮, সাইফ ১/১৫, সাকিব ০/২০, রুবেল ৪/৪৬)