চট্টগ্রাম: চট্টগ্রামে আসন্ন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজের জন্য ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ইকবাল বাহার।
শনিবার সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় টেস্ট সিরিজের নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
পুলিশ কমিশনার আরও বলেন, খেলা চলাকালীন হোটেল থেকে মাঠে যাওয়া পর্যন্ত খেলোয়াড়দের জন্য নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
এর আগে স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থার মহড়া তুলে ধরে আইনশৃঙ্খলা বাহিনী।
আগামী ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচ।