শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্রে গুলিতে চার পুলিশ নিহত

| প্রকাশিতঃ ৮ জুলাই ২০১৬ | ১:৪৯ অপরাহ্ন

USAঢাকা: যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার প্রতিবাদে বের করা বিক্ষোভ মিছিলে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের ওপর হামলা চালিয়েছে কয়েকজন স্নাইপার ( যে দূর থেকে লক্ষ্যবস্তুতে গুলি চালায়)। এতে চার পুলিশ সদস্য নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের বাণিজ্যিক অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। খবর এএফপি ও সিএনএনের।

এএফপি জানিয়েছে, স্নাইপাররা আশপাশের কোনো ভবন থেকে বিক্ষোভে দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালঅলে তিন পুলিশ সদস্য নিহত হন। আর সিএনএন জানায়, হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন।

তবে এক বিবৃতিতে ডালাস শহরের পুলিশপ্রধান ডেভিড ব্রাউন বলেন, বিক্ষোভে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে লক্ষ্য করে দুটি স্নাইপার থেকে গুলি চালানো হলে দুই পুলিশ নিহত হয়েছেন। আহত তিন পুলিশ সদস্যের অবস্থা গুরুতর। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। সন্দেহভাজন কয়েকজনকে এরই মধ্যে আটক করা হয়েছে বলে জানান তিনি।

গত মঙ্গল ও বুধবার যুক্তরাষ্ট্রের বাতন রুজ এবং মিনেসোটায় পুলিশের গুলিতে দুইজন কৃষ্ণাঙ্গ খুন হন। এই প্রেক্ষাপটেই পুলিশের ওপর বিক্ষোভ থেকে হামলা চালানো হলো।