রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ঢাকা টেস্টে সুবিধা পাবেন স্পিনাররা

| প্রকাশিতঃ ৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৮:৫৬ পূর্বাহ্ন

ঢাকা: মিরপুরের উইকেট থেকে সহযোগিতা পাবে বোলাররা; চ্যালেঞ্জ নিতে হবে ব্যাটসম্যানদের। এমনটাই মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। লঙ্কানদের শঙ্কা, স্পিন উইকেটের ফায়দা নিতে চাইবে বাংলাদেশ। তবে দুই দলের জন্যই চ্যালেঞ্জ দেখছেন অধিনায়ক দিনেশ চান্ডিমাল। বিশ্লেষকরা মনে করেন, বোলারদের ফাঁকি দিয়ে রান করাটা কঠিন হবে ব্যাটসম্যানদের জন্য; আর স্পটলাইটে থাকবেন স্পিনাররা। তবে ফল আসবে ঢাকা টেস্টে।

লঙ্কান আগ্রহের কেন্দ্রে উইকেট। এটাই যে হওয়ার কথা। সব ছাপিয়ে মুল আলোচনায় মিরপুরের উইকেট। টাইগারদের চেনাজানা আছে বেশ। তারপরও এইতো দিনকয়েক আগে ওয়ানডেতে খাবি খেয়েছে টিম বাংলাদেশ। তাই উইকেট টা যে বিশাল ধাঁধা। তা বলার অপেক্ষা রাখে না। টাইগাররা সতর্ক। তবে গেলো কয়েক টেস্ট থেকে অভিজ্ঞতা পুঁজি করে পথ চলতে চায় টিম ম্যানেজমেন্ট। তাতে ব্যাটসম্যানদের বড় পরীক্ষা দেখছেন অধিনায়ক মাহমুদুল্লাহ।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, পিচ বেশ শুকনো বলে মনে হলো। ঢাকার উইকেটে সবসময়ই বোলাররা বাড়তি সহযোগিতা পান। সেক্ষেত্রে এই উইকেট ব্যাটসম্যানদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে।

লঙ্কানরা আরো সাবধানী। তাদের কথার একটাই সুর; স্বাগতিকরা উইকেট বানায় নিজেদের কথা মাথায় রেখে। স্পিন উইকেটে ফায়দা নিতে পারে বাংলাদেশ। এমন ভাবনাও আছে তাদের। তবে রঙ্গণা হেরাথ, দিলরুয়ান পেরেরাকে দিয়ে উল্টো ফায়দাও নিতে চায় টিম লঙ্কা।

শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্ডিমাল বলেন, উইকেট বেশ শুষ্ক মনে হচ্ছে। এই উইকেট থেকে সুবিধা পাবেন স্পিনাররা। ম্যাচটি দু’দলের জন্যই চ্যালেঞ্জিং হবে।

ক্রিকেট বিশ্লেষকদেরও একই সুর। স্পিন উইকেট হবে কোনো সন্দেহ নেই। তাই স্পিনারদের ওপরই থাকতে স্পটলাইট। তবে মিরপুরের উইকেটে সকালের দিকে পেসারও সুবিধা পায়। সেটা মাথায় রেখে চট্টগ্রামের কম্বিনেশন ভেঙ্গে দুই পেসারও দেখা যেতে পারে একাদশে।

সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ বলেন, এই উইকেট থেকে স্পিনাররা সুবিধা পাবেন এবং ম্যাচের রেজাল্ট আসবে। তবে সকালের দিকে কিছুটা সুবিধা পেতে পারেন পেসাররা।

গেল কয়েক টেস্টের পরিসংখ্যান বলছে, ফল আসবে ঢাকা টেস্টে। তাই দু’দলই থাকবে বেশ সতর্ক। প্রথম ম্যাচ ড্র হওয়ায় আরো বেশি মনোযোগী বাংলাদেশ ও শ্রীলঙ্কা।