রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবিতে হিযবুত তাহরীরের সদস্য আটক

| প্রকাশিতঃ ৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৬:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

আটক সাইফুল ইসলাম ফরহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালী উপজেলায়। সাইফুলের মোবাইলে হিযবুত তাহরীরের বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ডের তথ্যচিত্র পেয়েছে পুলিশ।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, সন্দেহজনক গতিবিধির জন্য সাইফুলকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তার মোবাইল চেক করে হিযবুত তাহরীরের সাংগঠনিক বিভিন্ন কর্মকান্ডের ভিডিও ও সরকার বিরোধী কার্যকলাপ দেখা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।