রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সর্বোচ্চ রান মোমিনুলের

| প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারী ২০১৮ | ৮:২৬ অপরাহ্ন

বাসস : গতকাল শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলংকার দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করেছেন টাইগারদের বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হক। দুই ম্যাচের চার ইনিংস ব্যাট করে ৩১৪ রান করেছেন তিনি। গড়Ñ ৭৮ দশমিক ৫০। কোন হাফ-সেঞ্চুরি না থাকলেও, দু’টি সেঞ্চুরি ছিলো মোমিনুলের। সিরিজের প্রথম টেস্টেই দু’টি সেঞ্চুরি হাকান মোমিনুল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রান করেন মোমিনুল। ঐ ম্যাচের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে ১০৫ রান করেন তিনি। ফলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দু’ইনিংসেই সেঞ্চুরি করেন মোমিনুল। এছাড়া ঐ টেস্টে ২৮১ রান করেন আরও একটি রেকর্ডের মালিক হন তিনি। বাংলাদেশের হয়ে এক টেস্টে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড় হন মোমিনুল। তার আগে এই রেকর্ড দখলে ছিলো তামিম ইকবালের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচে ২৩১ রান করেছিলেন তামিম।

চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করলেও, ঢাকা টেস্টে ব্যর্থ হন মোমিনুল। ০ ও ৩৩ রান করেন তিনি। তারপরও দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন মোমিনুল।

এই সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান শ্যীলংকান কুশল মেন্ডিসের। দুই ম্যাচের তিন ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২৭১ রান করেন তিনি। তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ রানের মালিকও শ্রীলংকানরা। রোশেন ডি সিলভা ২৩৫ ও ধনঞ্জয়া ডি সিলভা ২২০ রান করেন।

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দুই ম্যাচের চার ইনিংসে ১৩৪ রান করতে পারেন মাহমুদুল্লাহ।

টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড় ১০০ ৫০
মোমিনুল হক (বাংলাদেশ) ২ ৪ ৩১৪ ৭৮.৫০ ২ ০
কুশল মেন্ডিস (শ্রীলংকা) ২ ৩ ২৭১ ৯০.৩৩ ১ ১
রোশেন ডি সিলভা (শ্রীলংকা) ২ ৩ ২৩৫ ১১৭.৫০ ১ ২
ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলংকা) ২ ৩ ২২০ ৭৩.৩৩ ১ ০
মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ২ ৪ ১৩৪ ৬৭.০০ ০ ১