চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বলেছেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে যাচ্ছেন। প্রতি বছর ১ জানুয়ারি সারাদেশের প্রত্যেক কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একযোগে বিনামূল্যে সকল বই তুলে দেয়া সরকারের বিরাট সাফল্য। এ সরকার ক্ষমতায় আসার পর প্রাইমারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও বিদ্যালয়ের বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে চলেছেন। কোনো শিক্ষার্থী যাতে পড়ালেখা থেকে ঝরে না পড়ে সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছে সরকার। যারা স্কুলে যায় না তাদেরকে স্কুলমুখী করার ব্যবস্থা নিতে হবে। ক্লাসে বসে শিক্ষার্থীদেরকে উপযুক্ত পাঠদান দিতে
প্রত্যেক শিক্ষককে আন্তরিক হতে হবে। কেননা, উন্নত বাংলাদেশ গড়তে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।
আজ ৬ মার্চ ২০১৮ ইং সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ (৬ থেকে ১২ মার্চ) ২০১৮ উপলক্ষে আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় ‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’। প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. সুলমান মিয়ার সভাপতিত্বে ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক রাশেদা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরীন সুলতানা। বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জহির উদ্দিন, প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষা অফিসার মামুন কবির ও শিক্ষা অফিসার তাপস কুমার পাল।
আলোচনা সভার পূর্বে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে চট্টগ্রাম নগরীর ডিসি হিল থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক ঘুরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগ ও জেলার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন থানা শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।