চট্টগ্রাম : নগরীর শেরশাহ্ কলোনীস্থ ডা. মজহারুল হক হাই স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আজম নাছির উদ্দিন। সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক মনোতোষ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইমদাদুল আনোয়ার চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, ২নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব শাহেদ ইকবাল বাবু, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আহমেদ, প্রাক্তন সদস্য মুজিবুর রহমান, অভিভাবক সদস্য ও সমাজ সেবক মো. নাজিম উদ্দিন, মো. ফজল আমিন, আবু তাহের, রফিকুল আলম, শিক্ষক মঞ্জুর আলমসহ বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবক প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে বলেন, পাশের হার নয়, শিক্ষার মান বৃদ্ধি করে পিছিঁয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নবান হয়ে তাদের পড়ালেখায় মনোযোগী করে তুলতে হবে এবং পড়াশুনার পাশাপাশি এসব শিক্ষার্থীদের বিনোদন-খেলাধুলার সাথেও সম্পৃক্ত রাখতে হবে।
তিনি পড়ালেখায় মনোযোগ বাড়ানোর তাগিদ দিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের মূল্যবোধসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে, নয়তো দেশ-সমাজ ক্ষতিগ্রস্ত হবে।
তিনি সন্তানদের সু-শিক্ষিত করে তুলতে অভিভাবকদের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে অভিভাবকদের সহযোগীতা কামনা করেছেন। পরে প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।