রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

| প্রকাশিতঃ ১৪ মার্চ ২০১৮ | ৭:১৬ অপরাহ্ন

একুশে ডেস্ক : নিদাহাস ট্রফির পঞ্চম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে। নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এ ম্যাচে কালো ব্যাজ পরে খেলবে টাইগাররা।

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের আশা অধিনায়ক মাহমুদুল্লাহর কণ্ঠে। অন্যদিকে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় টিম ইন্ডিয়াও।

https://www.facebook.com/bdprocar/videos/1585026021552171/

প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। এ জয়ের ধারাবাহিকতা নিজেদের তৃতীয় ম্যাচেও ধরে রাখতে চায় টাইগাররা। প্রতিপক্ষ ভারতও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে।

এরইমধ্যে দুই জয়ে ফাইনালের পথে এগিয়ে আছে তারা। এ ম্যাচে টাইগারদের হারালেই নিশ্চিত হয়ে যাবে ভারতের ফাইনাল। তাই সেরাটা দিতে প্রস্তুত রোহিত শর্মার দল।

এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৬ ম্যাচে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি এবং মোস্তাফিজুর রহমান।

একুশে/এএ