শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ইয়ার-৭১ এর বনেটের দুজনই নিহত, চালক বা সহকারী নেই; এরা কারা?

| প্রকাশিতঃ ১৬ মার্চ ২০১৮ | ১১:৪৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহসড়কের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অজ্ঞাত দুই ব্যাক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ১৬ জন। তবে দুর্ঘটনার ধরন দেখে পুলিশ বলছে বনেটে যাত্রী পরিবহন করছিলো ইয়ার-৭১।

শুক্রবার (১৬ মার্চ) ভোর চারটার দিকে মহাসড়কের সুনতানা মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ আলম একুশে পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা ইয়ার-৭১ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘঁটনাস্থলেই দুই অজ্ঞাত ব্যাক্তি নিহত হন। তাদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে।’

ইয়ার-৭১ কর্তৃপক্ষের বরাতে মাসুদ আলম জানান, নিহত দুইজনের মধ্যে গাড়ির ড্রাইভার বা হেলপার নেই।

তিনি বলেন,‘নিহত দুইজনের পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই নিহতদের ছবি ইয়ার-৭১ অফিসে পাঠানো হলে তারা জানিয়েছে এদের মধ্যে গাড়ির ড্রাইভার বা হেলপার নেই। সঙ্গত কারণেই প্রশ্ন থাকে, তাহলে কি গাড়িটির বনেটে যাত্রী নেয়া হয়েছিলো? কেননা ওই দুইজন বাসের সামনের দিকে পিষ্ট হন।’

মাসুদ আলম জানান, আহত ১৫ জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

একুশে/এএ