একুশে ডেস্ক : চট্টগ্রাম কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিত ও ভৌতবিজ্ঞানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটার্স অধ্যাপক ড.জামাল নজরুল ইসলামের ৫ম মৃত্যু বার্ষিকী।
এ উপলক্ষে ১৬ মার্চ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক হযরত গরীব উল্লাহ শাহ (রা.) মাজার সংলগ্ন ড. জামাল নজরুল ইসলামের কবরস্থানে ফাতেহা পাঠ, কোরআনখানি ও পুষ্পমাল্য অর্পন করা হয়।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফুলকি এবং মেঘলা ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূিচর মধ্যে রয়েছে সকালে মরহুমের কবর জেয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিল। মেঘলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লায়ন ম মাহমুদুর রহমান শাহীন কর্মসূচিতে অংশ নেয়ার অনুরোধ জানান। ফুলকি আয়োজিত জামাল নজরুল ইসলাম শিশু-কিশোর বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে ১৫, ১৬ ও ১৭ মার্চ ।
আজ বিকেল ৪টায় ফুলকির মুক্তমঞ্চে জামাল নজরুল ইসলাম শিশু-কিশোর বিজ্ঞান উৎসব ২০১৮ আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অতিথি থাকবেন ড. সুরাইয়া ইসলাম।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে সোনারতরী ও রক্তকরবীর শিল্পীবৃন্দ। তিনদিনব্যাপী উৎসবে কম্প্যুটিং এ আনন্দ, গণিত, পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের জন্যে নাম নিবন্ধন চলছে।
অভিভাবকদের জন্যে যোগ ও ধ্যান শীর্ষক কর্মশালাও রয়েছে। নাম নিবন্ধনের জন্যে নন্দনকাননের ফুলকিতে ( ০৩১-৬১৮১৩৭) যোগাযোগের আহ্বান জানানো হয়।
পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, ও বিশ্বতত্ত্ববিদ জামাল নজরুল ইসলাম ১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁর বাবার কর্মক্ষেত্র ঝিনাইদহে জন্ম গ্রহণ করেন। তিনি মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। ড. ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিকাল এন্ড ফিজিকাল সায়েন্সের এর গবেষক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর একজন সিন্ডিকেট সদস্য ছিলেন। ২০১৩ সালের ১৬ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
একুশে/এএ