খাগড়াছড়ি : খাগড়াছড়িতে এই প্রথম সেনা রিজিয়নের আয়োজনে চেঙ্গী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুরু হয়েছে ওপেন গলফ টুর্নামেন্ট।
সোমবার (২৬ মার্চ) সকালে সেনানিবাসস্থ চেঙ্গি গলফ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদদ।
এই ওপেন গলফে অংশ নিচ্ছেন বাংলাদেশ প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশনের ৪৩ জন গলফার। ২৮ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।