রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

কাশ্মীর ইস্যুতে গম্ভীরের পাল্টা জবাব আফ্রিদির

| প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০১৮ | ২:৩০ অপরাহ্ন

কাশ্মীর ইস্যু নিয়ে বরাবরই সোচ্চার শহীদ আফ্রিদি। ফের তাকে একই ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেল। গতকাল মঙ্গলবার কাশ্মীর নিয়ে ঝাঁজালো মন্তব্য করেন তিনি।

তা ভীষণ গায়ে লাগে ভারতীয় সাবেক ওপেনার গৌতম গম্ভীরের। ওই মন্তব্যকে ভারতবিরোধী অ্যাখ্যা দিয়ে আফ্রিদিকে একহাত নেন তিনি। এবার পাল্টা জবাব দিলেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার।

গম্ভীর ও ভারতীয়দের ব্যাপক সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করেছেন আফ্রিদি। রাত ১১টা ৩৮ মিনিটে প্রিয় কাশ্মীরিদের সঙ্গে তোলা একটি ছবি জুড়ে দিয়ে তিনি লিখেছেন- আমরা সবাইকে সম্মান করি। একজন ক্রীড়াবিদ হিসেবে একটি উদাহরণ তুলে ধরেছি মাত্র। তবে যখন মানবাধিকারের কথা আসে, তখন আমাদের নিরপরাধ কাশ্মীরবাসীর জন্য তেমনটি আমরা প্রত্যাশা করি।