চট্টগ্রাম: প্রিমিয়ার ফুটবল লিগ ঘিরে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম এলাকায় সাজ সাজ রব। ফুটবলপ্রেমী দর্শকদের উৎসাহ দিতে বুধবার সন্ধ্যায় আয়োজন করা হয় কনসার্ট। উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টে মূল পরিবেশনা করছেন মমতাজ ও এলআরবি।
এছাড়াও আছেন লিজা ও মেহজাবিনসহ আরও অনেকে। পছন্দের শিল্পীদের গান উপভোগ করতে গ্যালারিতে নেমেছে দর্শক-শ্রোতার ঢল।
জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন- ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী, বিপিএলের সত্বাধীকারী তরফদার রুহুল আমীন ও জেবি গ্রুপের চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে এ টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলের হারানো অতীত ফিরিয়ে আনতে চায় বাফুফে। তাই এরই অংশ হিসেবে এবারের প্রিমিয়ার ফুটবল লিগ আয়োজন করা হয়েছে চট্টগ্রামসহ দেশের চারটি ভেন্যুতে। বর্ষার এই ভরা মৌসুমে ফুটবলে মেতে ওঠার অপেক্ষায় এখন চট্টলাবাসী।
ঢাকার বাইরে এবারেই প্রথম শুরু হতে যাওয়া দেশের ফুটবলের অন্যতম বড় আসর পেশাদার লিগ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ম্যাচ চলাকালীন নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার।
বুধবার সকালে এমএ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছেন কমিশনার ইকবাল বাহার। পুলিশের বিভিন্ন ইউনিট, র্যাব, বিজিবি, আনসারসহ সব বাহিনীর সমন্বয়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
আগামী ২৪ জুলাই থেকে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে মাঠের লড়াই। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দর্শক ৫০ টাকার এক টিকিটেই দুটি ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন। চট্টগ্রামে সবমিলিয়ে ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই উদ্বোধনী ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ। একই দিন পরের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে লড়বে উত্তর বারিধারা ক্লাব।