শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ভয়ঙ্কর চুরির ভিডিও ভাইরাল

| প্রকাশিতঃ ৩০ এপ্রিল ২০১৮ | ২:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম : চুরিতো চুরি, এ যে মহা চুরি! কাপড়ের দোকানে এক কিশোর বিক্রেতাকে বোকা বানিয়ে বিপুল পরিমাণ কাপড় হাতিয়ে নিয়েছে চোরচক্র। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

৮ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিও দেখে তাজ্জব বনে যাবেন যে কেউ। এক নারীসহ চার সদস্যের চোরের দল চার দফায় ওই দোকান থেকে সরিয়ে নেয় বিপুল পরিমাণ কাপড়। এ ক্ষেত্রে মূল ভুমিকায় ছিলো এক নারী। এছাড়া বাকি তিনজনের ছিলো আলাদা আলাদা ভূমিকা। চোরচক্রের সবাই মোটামুটি মধ্যবয়সি।

ভিডিওতে দেখা যায়, রাত ১১ টা ২৩ মিনিটে নীল শার্ট পড়া এক ব্যক্তি কাপড়ের দোকানে প্রবেশ করে। এ সময় তিনি দোকানের কিশোর বিক্রেতাকে শাড়ি দেখাতে বলেন। কিশোর তার বাম পাশের তাক থেকে নামিয়ে কয়েকটি শাড়ি ওই ব্যক্তিকে দেয়। এর ২৫ সেকেন্ড পর দৃশ্যপটে হাজির দ্বিতীয় ব্যাক্তি (হলুদ শার্ট)। তিনি এই কিশোরের ডান পাশের তাক লক্ষ করে আঙ্গুল দেখিয়ে কাপড় দেখাতে বলেন।

এর ঠিক ১ মিনিট পর দৃশ্যপটে হাজির এক নারীসহ আরো দু’জন। এ ক্ষেত্রে পুরুষটি গোলাপী শার্ট ও লুঙ্গি পরিহিত এবং মহিলাটি পুরোপুরি বোরকায় আবৃত। তারাও দোকানে এসে মাত্র কিশোরের ডান পাশের তাক থেকে কাপড় দেখতে থাকে। এই ফাঁকে প্রথমে প্রবেশ করা ব্যাক্তি (নীল শার্ট) বাম পাশের তাক থেকে একে একে কয়েক দফা শাড়ির প্যাকেট নামাতে থাকেন। কিন্তু বাকি তিন জনের সঙ্গে ব্যস্ত থাকায় সে তা লক্ষ করতে পারে না।

এক পর্যায়ে প্রথম লোকটি (নীল শার্ট) বেশ কিছু শাড়ির উপর একটি খোলা শাড়ি রেখে ঢেকে দেয়, পরে রাত ১১ টা ২৬ মিনিটে ৩৩ সেকেন্ডে পেছনে দাঁড়ানো নারী লুকোনো শাড়ির প্রথম প্যাকেটটি তার বোরকার নিচে চালান করে দিয়ে হেঁটে দোকান থেকে বেরিয়ে যায়। এভাবে পরের ৬ মিনিটে তিন দফায় চুরি করা বেশ কিছু শাড়ি ও ত্রি-পিসের প্যাকেট চালান করে ওই নারী। কিন্তু চোখের সামনে এতবড় চুরির ঘটনা ঘটলেও একটুও বুঝতে পারেনি ওই দোকানের কিশোর বিক্রেতা!

একুশে/এএ/এটি