চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে; দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সৈয়দ বাইজিদ ইমন সভাপতি ও দৈনিক আজাদীর আবদুল্লাহ আল ফয়সাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে দুপুর তিনটায় ফলাফল ঘোষণ করেন চবিসাসের উপদেষ্টা ও প্রক্টর আলী আজগর চৌধুরী।
নির্বাচন কমিশন সূত্রমতে, ২৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
কার্যকরী পরিষদের ৭টি পদের মধ্যে সভাপতি পদে সৈয়দ বাইজিদ ইমন (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), সহ-সভাপতি পদে মুমিন মাসুদ (দেশ রিভিউ),যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইমরান হোসাইন (নিউ নেশন), অর্থ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জয় দাশ (দৈনিক প্রিয় চট্টগ্রাম) এবং কার্যনির্বাহী সদস্য পদে আবদুল্লাহ রাকীব (জাগো নিউজ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ১৪ ভোট পেয়ে দৈনিক আজাদীর আব্দুল্লাহ আল ফয়সাল নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক ইত্তেফাকের মোস্তফা রনি ১১ ভোট পেয়েছেন। প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বদেশের জোবায়ের চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিভয়েস২৪.কম এর নাজমুস সায়াদাত ১২ ভোট পেয়েছেন।
প্রক্টর নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
একুশে/এসআর