চট্টগ্রাম: প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংকের বিনিয়োগ ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মাহবুবুল আলম।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চেম্বার সভাপতি এই দৃষ্টান্ত দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংককেও অনুসরণের আহ্বান জানান।
আগামী ১ জুলাই থেকে বিনিয়োগ ঋণে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক।
মাহবুবুল আলম বলেন, ইসলামী ব্যাংকের এই সিদ্ধান্ত দেশে বিনিয়োগ-বান্ধব পরিবেশ সৃষ্টি করবে। নতুন নতুন উদ্যোক্তা তৈরি করবে। এর ফলে বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশ ও পর্যায়ক্রমে উন্নত দেশে উন্নীত হবে।
এ ছাড়া আগামী অর্থবছরে ৭ দশমিক ৮ শতাংশ জিডিপি অর্জন ও কাঙ্ক্ষিত বিনিয়োগ বাড়াতে ইসলামী ব্যাংকের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন চেম্বার সভাপতি।
ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি চেম্বার সভাপতি কৃতজ্ঞতা জানান।
একুশে/এসআর