শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

কর্মাস ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

| প্রকাশিতঃ ২৩ জুলাই ২০১৮ | ৭:৩১ অপরাহ্ন

চট্টগ্রাম : গ্রাহকের ২ কোটি ১৯ লাখ ১৫ হাজার ৫২৩ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কমার্স ব্যাংক খাতুনগঞ্জ শাখার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুদক। যদিও অনিয়মের অভিযোগ উঠার পর ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্তে দোষী প্রমাণিত হবার পর তাদের নিজ পদ থেকে সাময়িক বরখাস্ত করেছিল ব্যাংক কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে কোতোয়ালী থানায় দুদক প্রধান কার্যালয়ের উপ পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লা বাদী হয়ে ব্যাংকটির সাবেক এক্সিকিউটিভ অফিসার মইন উদ্দিন আহমেদ ও ক্যাশ অফিসার মনিরুল ইসলামের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

এতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৮/৪৭৭ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন একুশে পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুদকের উপ পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লা বাদী হয়ে ব্যাংকটির সাবেক এক্সিকিউটিভ অফিসার মইন উদ্দিন আহমেদ ও ক্যাশ অফিসার মনিরুল ইসলামের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এতে আসামিরদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে ৩৯ জন গ্রাহকের নগদ ২ কোটি ১৪ লাখ ১৫ হাজার ৫২৩ টাকা ও ৫ লাখ টাকার পে অর্ডারের মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলাটি দুদকই তদন্ত করবে বলে জানান ওসি মহসীন।

একুশে/এডি