মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বিএনপির সাত নেতা

| প্রকাশিতঃ ৯ সেপ্টেম্বর ২০১৮ | ৩:২৯ অপরাহ্ন

ঢাকা: রবিবার বিকাল তিনটার কিছু আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির সাত নেতা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠকে দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা পেয়ে কারাগারে থাকা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সুচিকিৎসাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। বৈঠকে বিএনপির ১০ নেতার আসার কথা থাকলেও মওদুদ আহমেদ দেশের বাইরে থাকায় এবং গয়েশ্বর চন্দ্র অসুস্থ থাকায় আসতে পারেননি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরপ্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ।

প্রতিনিধিদলে আরও আছেন দলটির নেতা জমির উদ্দিন সরকার, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গত শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, কারাবন্দী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বিএনপি নেতারা। এ জন্য দলটির পক্ষ থেকে চিঠিও দেয়া হয়েছে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি মিললে সচিবালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ড পাওয়া বিএনপি নেত্রী খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। সেখানে থাকা অবস্থায় গত ২৮ মার্চ খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়ায়।

একুশে/এসএইচ