রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চিটাগাং চেম্বার সভাপতি সংবর্ধিত

| প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর ২০১৮ | ৮:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম সিআইপি মনোনীত হওয়ায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম সিআইপি মনোনীত হওয়ায় সংবর্ধিত হয়েছেন।

বোববার দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার সভাপতিকে সংবর্ধিত করেছেন বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদ। পর্ষদ নেতৃবৃন্দ চেম্বার সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং এক সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেন।

এসময় চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা সচল রাখতে প্রাইভেট সেক্টরের ভূমিকা অপরিসীম। ক্ষুদ্র বা বৃহৎ সকল উদ্যোক্তা ও ব্যবসায়ী এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক উন্নয়নে চিটাগাং চেম্বারের সকল কার্যক্রমে অংশ নেয়ার জন্য পর্ষদ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

এ সময় বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদের সভাপতি এস এম সিরাজুদ্দৌলা, সহ-সভাপতিবৃন্দ গোলাপ রহমান, জিয়া উদ্দিন খালেদ চৌধুরী ও আবদুল খালেক, মহাসচিব সালেহ আহমেদ সুলেমান, যুগ্ম মহাসচিব ভুপেন দাশ এবং জহুর আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান সরফুদ্দিন চৌধুরী রাজু উপস্থিত ছিলেন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি