চট্টগ্রাম: নগর ছাত্রলীগের ঘোষিত নতুন কমিটি নিয়ে চট্টগ্রাম কলেজে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল। এসময় যান চলাচল প্রায়ই বন্ধ হয়ে যায়। জনসাধারণের চলাচল কম লক্ষ্য করা গেছে। কয়েকটি ককটেল ফাটানো হলেও হতাহতের কোন খবর নেই।

জানা গেছে, কলেজের ভেতরে পদবঞ্চিত নাছির গ্রুপ ও বাহিরে টিনু গ্রুপ অবস্থান নিয়েছে। কলেজের ভেতরে নাছির গ্রুপ শ্লোগান দিচ্ছিল। এসময় একপক্ষ রাস্তার উপর টায়ারে আগুণ ধরিয়ে দেয়। এসময় নাছির গ্রুপের অনুসারিরা বাঁশ দিয়ে রাস্তা বেরিকেট দিলে পুলিশ বাঁশ সরিয়ে দেয়। পরে টিনু গ্রুপ ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।

এই বিষয়ে চকবাজার থানার অফিসার ইনচর্জের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে মুঠোফোন কেটে দেন।
২০১৫ সালের ১৬ ডিসেম্বর শিবিরকে বিতাড়িত করে চট্টগ্রাম কলেজে একক আধিপত্য প্রতিষ্ঠা করে ছাত্রলীগ। এবারই প্রথম মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য পঁচিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে নগর ছাত্রলীগ।
ছবি: আকমাল হোসেন
একুশে/এসএইচ