রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রাম কলেজে নিরাপত্তা জোরদার

| প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০১৮ | ২:১০ অপরাহ্ন

চট্টগ্রাম: সংঘর্ষের আশঙ্কায় চট্টগ্রাম কলেজে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এসময় পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে ঢুকতে হচ্ছে শিক্ষার্থীদের। কলেজের প্রধান ফটকে পুলিশ মোতায়েন রয়েছে।

রোববার সকাল ১০টা থেকে ক্যাম্পাসসহ অাশপাশের এলাকায় এ নিরাপত্তা জোরদার করা হয়।

কয়েকদিন ধরে কলেজ ছাত্রলীগের ঘোষিত কমিটি নিয়ে ছাত্রলীগের দুইপক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। ইতোমধ্যে ক্যাম্পাসে পদবঞ্চিতরা অবস্থান নিয়ে অাছেন। তারা মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে নবগঠিত কমিটির নেতাকর্মীরাও ক্যাম্পাসে অবস্থান করার কথা রয়েছে।

জানাগেছে, পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা চাইছেন কলেজে নিজেদের শক্তি সামর্থ্য জানান দিতে। অন্যদিকে নবগঠিত কমিটির ছাত্রলীগের নেতাকর্মীরাও চাইছেন শক্তি জানান দিতে। সব মিলিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসজুড়ে।

চকবাজার থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে। এছাড়া ক্যাম্পাস এলাকায় বাড়তি পুলিশও মোতায়েন রয়েছে। এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।