মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সাকার কবরে ‘হামলার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

| প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০১৮ | ৯:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম: যুদ্ধাপরাধের জন্য ফাঁসিতে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কবরে ছাত্রলীগের ‘হামলার’ প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।

এর আগে গত শনিবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সাকার কবরস্থানে গিয়ে নামফলক থেকে শহীদ শব্দটি অপসারণ করে।

এ ঘটনার প্রতিবাদে রোববার নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি।

এতে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়ে এবং কবরে হামলা করে মানুষের হৃদয় থেকে উনাকে মুছে ফেলা যাবে না। উনার প্রতি ভালোবাসাই তিনি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন মৃত ব্যক্তির কবরেও হামলা করছে। গায়েবী মামলা দিয়ে সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মিরসরাই বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলার ভাইস চেয়ারম্যান মাঈনুদ্দিন মাহমুদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি নেতা ফিরোজ আহমেদ, নিজামুল হক চৌধুরী তপন, এডভোকেট কামাল উদ্দিন, যুবদল নেতা ইউসুফ চৌধুরী, শাহেদ কামাল, মোজাম্মেল হক, সাবের সুলতান কাজল, সরওয়ার মফিজ, মাসুদ আলম, ইকবাল চৌধুরী, কামরুল ইসলাম, এম. শাহজান শাহিল, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম বাবুল, ইউসুফ তালুকদার, জসিম উদ্দিন চৌধুরী, মো: একরাম উদ্দিন, কাশেম মুন্না, ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য আতাউল্লাহ সম্রাট, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস.এম. রাশেদুল আলম প্রমুখ।

### সাকার কবরের ‘শহীদ’ লেখা অপসারণ করেছে ছাত্রলীগ (ভিডিও)