মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বিএনপির সমাবেশের নতুন তারিখ ঘোষণা

| প্রকাশিতঃ ২৫ সেপ্টেম্বর ২০১৮ | ১২:৫০ অপরাহ্ন

ঢাকা: ঘোষণার একদিন পর সমাবেশের তারিখ পরিবর্তন করেছে বিএনপি। আগামী ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার জনসভার তারিখ থাকলেও আগামী
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সমাবেশের নতুন তারিখ ঘোষণা করা হয়।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশের নতুন তারিখ ঘোষণা করেন।

রিজভী বলেন, ‘ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করব। সমাবেশের অনুমতির জন্য ইতোমধ্যে গণপূর্ত ও পুলিশ প্রশাসনের কাছে চিঠি দেয়া হয়েছে। জনসভাটি সফল করার জন্য দলের নেতাকর্মীরা পুরোদমে কাজ করছে। আমরা আশা করি সরকার এই গণতান্ত্রিক জনসভার অনুমতি দিবে।’

রিজভী অভিযোগ করেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কর্তৃপক্ষের অবহেলা, হয়রানি ও অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে পরিবেশে দিনযাপন করতে হচ্ছে। এতে তার স্বাস্থ্য চরম ঝুঁকিতে রয়েছে। কর্তৃপক্ষ তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছে।’

রিজভী বলেন, ‘গতকাল ঢাকাসহ দেশব্যাপী গ্রেফতার করা হয়েছে ৯৪ নেতাকর্মীকে, ১৩টি মামলায় এক হাজার ৪০০-এর অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’

‍‍‘আমি দলের পক্ষ থেকে নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি’ বলেন রিজভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাব হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।