চট্টগ্রাম : বেগম খালেদা জিয়াকে মিথ্যা-মামলায় কারাগারে বন্দি করার পর বাংলাদেশের তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলা-মামলায় ফাঁসানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম নগর বিএনপির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ডা. শাহাদাত।
সংবাদ সম্মেলনে ডা. শাহাদাত হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২১ আগস্টের গ্রেনেড হামলা-মামলায় তারেক রহমানের নাম ছিল না। ২০০৯ সালে সম্পূরক চার্জশিটে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয় আওয়ামী লীগের মদদপুষ্ট পুলিশ-কর্মকর্তা আব্দুল কাহ্হার আখন্দকে ব্যবহার করে।
শাহাদাত বলেন, আব্দুল কাহ্হার আখন্দ দুর্নীতির দায়ে চারদলীয় জোট সরকারের আমলে চাকরিচ্যুত হয়েছিলেন। ২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ তাকে সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তাকে দিয়েই দিয়েই গ্রেনেড হামলা-মামলায় ষড়যন্ত্রমূলকভাবে তারেক রহমানকে ফাঁসাতে সবধরনের আয়োজন করছে সরকার। এজন্য বারবার তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হচ্ছে।
ডা. শাহাদাত বলেন, অনুগত নির্বাচন কমিশন এবং প্রশাসনের সহায়তায় জাতীয় সংসদসহ সবগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দখল করে রেখেছে সরকার। ক্ষমতা কুক্ষিগত করার জন্য রাষ্ট্রীয় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের মত-প্রকাশের অধিকার কেড়ে নেয়া হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে হুমকির মুখে পদত্যাগ এবং দেশত্যাগে বাধ্য করে গোটা বিচার বিভাগকে অনুগত করার অভিযোগে সরকার দেশবাসীর কাছে অভিযুক্ত।
এসময় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও বিএনপি নেতাকর্মীদের নিম্ম আদালত জামিন দিচ্ছেন না বলে অভিযোগ করেন শাহাদাত।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল, ইয়াছিন চৌধুরী লিটন, মো. আব্দুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা, তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র, গায়েবি মামলা দিয়ে নেতাকর্মী ও তাদের স্বজনদের হয়রানির প্রতিবাদে আগামি ৪ অক্টোবর বিকাল ৩টায় লালদিঘী ময়দানে চট্টগ্রাম নগর বিএনপির উদ্যোগে সমাবেশ করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
একুশে/এটি
ছবি : আকমাল হোসেন