রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

মহসীন কলেজে স্মার্টফোন নিষিদ্ধ

| প্রকাশিতঃ ১ অক্টোবর ২০১৮ | ১১:২৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম : সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের স্মার্ট ফোনের ব্যবহার ও বহন নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) কলেজ-অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ অক্টোবর ২০১৮ খ্রিস্টাব্দ থেকে উচ্চ মাধ্যমিকে (একাদশ-দ্বাদশ) অধ্যয়নরত শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে স্মার্ট ফোনের ব্যবহার ও বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। কলেজ ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীর কাছে স্মার্ট ফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে একাডেমিক প্রয়োজনে অভিভাবকদের সাথে যোগাযোগের জন্য শিক্ষার্থীরা ইন্টারনেট সংযোগবিহীন স্বাভাবিক ফিচার ফোন ব্যবহার করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একুশে/এটি/এএইচ