মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

খালেদার সঙ্গে কারগারে দেখা করলেন স্বজনরা

| প্রকাশিতঃ ২ অক্টোবর ২০১৮ | ৮:২৩ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার বিকাল চারটার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে কারাগারে প্রবেশ করেন জিয়া পরিবারের ছয় সদস্য।

এর আগে সাড়ে তিনটার দিকে খালেদা জিয়ার স্বজনেরা কারা ফটকে যান। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা ভেতরে যান।

খালেদা জিয়ার ছয় স্বজন হলেন- বোন সেলিনা ইসলাম, ভাই শামীম এস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক এস্কান্দার, ভাগিনা মো. মামুন ও তারেক জিয়ার স্ত্রী জোবায়দা রহমানের বড়বোন শাহীনা জামান।

ঘণ্টাখানেক তারা ভেতরে অবস্থান করে সোয়া পাঁচটায় বের হন তারা। তবে এসময় গণমাধ্যমের সঙ্গে কেউ কোনও কথা বলেননি।