মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

১০ অক্টোবর সমাবেশ, লালদিঘীতে অনুমতির আশা শাহাদাতের

| প্রকাশিতঃ ৩ অক্টোবর ২০১৮ | ২:২০ অপরাহ্ন

চট্টগ্রাম : ৪ অক্টোবর লালদিঘী মাঠে সমাবেশের অনুমতি না মেলায় আগামি ১০ অক্টোবর সমাবেশ করার কথা ভাবছে চট্টগ্রাম নগর বিএনপি। নগর বিএনপি নেতারা আশা করছেন পরিবর্তিত তারিখে লালদিঘী মাঠে সমাবেশের অনুমতি মিলবে।

এ প্রসঙ্গে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বুধবার দুপুরে একুশে পত্রিকাকে বলেন, আমরা ৪ অক্টোবর সমাবেশের জন্য লালদিঘীর মাঠ ব্যবহারের অনুমতি চেয়েছিলাম পুলিশ কমিশনারের কাছে। অনুমতি না দেয়ায় আমরা ১০ অক্টোবর সমাবেশের নতুন তারিখ নির্ধারণ করে পুলিশ কমিশনারকে অনুরোধ জানিয়েছি লালদিঘীর মাঠ ব্যবহারের অনুমতি দেয়ার জন্য।

গতকালও (মঙ্গলবার) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাসুদ উল হাসানের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে জানিয়ে ডা. শাহাদাত বলেন, লালদিঘীর পরিবর্তে তিনি আমাদের বিকল্প ভেন্যু ঠিক করার কথা বলেছেন। আমরা তাকে কাজীর দেউড়ির কথা বলেছি। তবে আমাদের প্রথম চয়েস লালদিঘী মাঠ।

শাহাদাত বলেন, একটি গণতান্ত্রিক দেশে দুই রাজনৈতিক দলের জন্য দুই ধরনের নিয়ম চলতে পারে না। আওয়ামী লীগ লালদিঘীর মাঠ ব্যবহারের অনুমতি পেলে বিএনপি পাবে না কেন। এই বৈষম্য রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য শুভ নয়। আমরা আশা করছি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং গণতন্ত্রের স্বার্থে লালদিঘী অথবা কাজীর দেউড়ি এলাকায় আমাদেরকে সমাবেশের অনুমতি দেয়া হবে। বলেন ডা. শাহাদাত।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা দাবি এবং তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র, গায়েবি মামলা দিয়ে নেতাকর্মী ও তাদের স্বজনদের হয়রানির প্রতিবাদে ৪ অক্টোবর (বৃহস্পতিবার) লালদিঘী মাঠে সমাবেশ করবে বলে জানিয়েছিল চট্টগ্রাম নগর বিএনপি।

২৯ সেপ্টেম্বর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয় দলের পক্ষ থেকে। কিন্তু অনুমতি না মেলায় দলটির নেতারা সমাবেশ পিছিয়ে আগামি ১০ অক্টোবর নির্ধারণ করেছেন।

একুশে/এটি