মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামকে এগিয়ে দিতে আর ৫ বছর সুযোগ চান ছালাম

| প্রকাশিতঃ ৪ অক্টোবর ২০১৮ | ৯:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের উন্নয়নের জন্য আর ৫ বছর সুযোগ চেয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান আব্দুচ ছালাম। সুযোগ পেলে আগামি ৫ বছরে চট্টগ্রামকে আরো ৫০ বছর এগিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগ হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এ ইচ্ছা ও প্রত্যয়ের কথা জানান সিডিএ চেয়ারম্যান। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

বক্তব্যের শুরুতে আব্দুচ ছালাম নিজেকে চট্টগ্রামের ৬৫ লক্ষ মানুষের উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দাবি করে বলেন, আমি একদিনে আজকের এ অবস্থানে আসিনি। আমি আজ সিডিএ’র চেয়ারম্যান। মাননীয় প্রধানমন্ত্রী দয়া করেছেন, তার দয়ার বদৌলতে আমি হয়ে গেলাম চট্টগ্রাম মহানগরের উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম বলেন, বাংলাদেশ যেমন এগিয়েছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সাথে সাথে চট্টগ্রাম সর্বক্ষেত্রে এগিয়ে গেছে। যদি আর পাঁচটা বছর সুযোগ পাই তাহলে প্রধান অতিথিকে (এইচ টি ইমাম) সামনে রেখে বলতে চাই আগামি পাঁচ বছরে চট্টগ্রাম ৫০ বছরে এগিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। এজন্য উপস্থিত সকলের সহযোগিতা ও সমর্থন চান তিনি।

আব্দুচ ছালাম বলেন, যা কথা দিয়েছিলাম তা পালন করেছি। যা কথা দিচ্ছি ভবিষ্যতে তা পালন করব। কারণ একবার যিনি পারেন তিনি বারবার পারেন। একবার যিনি সফল হন তিনি বারবার সফল হন। একবার যিনি কথা রাখেন তিনি বারবার কথা রাখেন।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আজকে যারা পুরস্কার পাচ্ছ আরো বেশি এগিয়ে যাও, আরো বেশি মেধার চর্চা কর, দেশের জন্য প্রস্তুতি গ্রহণ কর। জাতির পিতার আত্মা শান্তি পাবে যদি এই সোনার বাংলা আমরা কায়েম করতে পারি।

একুশে/এটি