ঢাকা : বিএনপি নিজেদের ঘরের ঝামেলা নিয়ে এত ব্যস্ত যে জনসংযোগ চালাতে পারছে না এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে নির্বাচন নিয়ে গণসংযোগ করতে আমরা মানা করিনি; বলেন তিনি।
শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের উদ্যোগে ‘অক্টোবর সেবা পক্ষ ২০১৮’ উপলক্ষে এক র্যালির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কাদের।
নানান রঙের পোশাক, ঢাক-ঢোল-বাজনা, ঘোড়ার গাড়ি, ট্রাক, সিংহের প্রতিকৃতি, বাইসাইকেল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আগারগাঁও এর লায়ন্স ভবন পর্যন্ত বর্ণাঢ্য র্যালি করে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল।
ওবায়দুল কাদের বলেন, চলতি মাসের (অক্টোবর) শেষ দিকে নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে। নির্বাচন সামনে রেখে গণসংযোগ চালাতে বিএনপিকে নিষেধ করা হয়নি। এ ব্যাপারে বাধাও নেই। আমরাও যেভাবে প্রচারণা চালাচ্ছি তারাও সেভাবে চালাবে।
নির্বাচনকালীন সরকারে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর বাইরে কেউ থাকতে পারবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংসদ সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠিত হবে।
চলতি বছর ডিসেম্বরে অথবা আগামী বছরের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নভেম্বরের প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলেও সম্প্রতি ইসি থেকে জানানো হয়েছে। সে অনুযায়ীই নির্বাচনের সব প্রস্তুতি এগিয়ে যাচ্ছে।
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ অক্টোবর থেকে রাজধানীতে গণসংযোগ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চারটি পৃথক টিমে বিভক্ত হয়ে ঢাকার ওয়ার্ডগুলোতে গণসংযোগ চালাচ্ছে দলটি। এরপর পর্যায়ক্রমে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা গণসংযোগ কর্মসূচি পালন করবে বলে দলীয় সূত্রে জনাগেছে।
একুশে/এসসি