মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

‘দশ বছরের উন্নয়ন দেখে ওনাদের মাথা খারাপ হয়ে গেছে’

| প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০১৮ | ৮:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, দশ বছরের উন্নয়ন দেখে
ড. কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরী ও মান্নাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা ষড়যন্ত্র শুরু করছে। ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না।

শুক্রবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন।

মোশারফ বলেন, জঙ্গিবাদে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোন অবস্থাতেই জঙ্গিদের ছাড় দেয়া হবে না।জঙ্গিবাদ দমনে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

বৃহস্পতিবার ফটিকছড়িতে চারটি পথসভা সফল হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আজাদী বাজার ছাড়া বাকী পথসভার খবর গণমাধ্যমে প্রচার হয়নি। আজাদী বাজারে মুষ্টি মেয় কয়েকটি ছেলে স্লোগান দিয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা কেরছিল। তাই আমি রাগ করে সেখানে পথসভা করিনি। কিন্তু সামান্য উত্তেজনাকে ফলাও করে মিডিয়াগুলোতে প্রচার করা হয়েছে। আমি অনুরোধ করবো, সফলতার কথাও যেন প্রচার করা হয়।

মোশারফ বলেন, সরকারের উন্নয়নের বার্তা পৌঁছাতে দরকার হলে প্রতিটি ঘরে ঘরে আমরা যাবো।মিরসরাই থেকে আমরা পথসভা শুরু করেছি। প্রয়রোজনে দক্ষিণ জেলা ও কক্সবাজারের প্রতিটি ঘরে ঘরে যাবো।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান, সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারী ও সাবেক ছাত্রলীগ নেতা এস এম আবু তৈয়বের দিকে ইংগিত করে মন্ত্রী বলেন, দলের মধ্যে বিভ্রান্তি, উন্নয়নকাজের চিত্র জনগণের দোরগোড়ায় পৌঁছানোর কাজে যারা বাধা সৃষ্টি করছে তাদের ব্যাপারে সভানেত্রীকে অবহিত করবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম, আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, জসীম উদ্দিন শাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুজিবুল হক, সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে খদিজাতুল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, সাদাত আনোয়ার সাদী প্রমুখ।

এসময় পথসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির ভিডিও দেখান মন্ত্রী।

একুশে/এসসি