শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘অসাম্প্রদায়িকতা ও বাঙালি জাতীয়তাবাদই হোক মহাঅষ্টমীর মূলমন্ত্র’

| প্রকাশিতঃ ১৭ অক্টোবর ২০১৮ | ৭:১৭ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনঅভিমত প্রকাশ করে বলেছেন অসাম্প্রদায়িকতা ও বাঙালি জাতীয়তাবাদই হোক মহাঅষ্টমীর মূলমন্ত্র ।

বুধবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় গোসাইলডাঙ্গা বালক সংঘ আয়োজিত শারদীয়া দূর্গোৎসবের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত প্রকাশ করেন।

খোরশেদ আলম সুজন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে তখনই ধর্মীয় সংখ্যালঘুদের জীবন মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যতা ভিত্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের অধিষ্ঠিত করা হয়েছে। ধর্মীয় মঠ মন্দিরে সরকারি অনুদান বৃদ্ধি করা হয়েছে।

খোরশেদ আলম সুজন বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তারা ধর্মীয় সংখ্যালঘুদের জীবনমান উন্নয়নে কোন ব্যবস্থা গ্রহন করে নাই। বরং তাদের শাসনামলে সংখ্যালঘুরা অপদস্থ ও অপমানিত হতো। বিভিন্ন সরকারি অফিস আদালতে ধর্মীয় সংখ্যালঘুদের পিছিয়ে রাখা হতো। তাই আগামী নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের পরম বন্ধু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের জয়যুক্ত করতে হবে।

খোরশেদ আলম সুজন আরো বলেন, শেখ হাসিনা সরকার পূণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে অতীতের মতো ধর্মীয় সংখ্যালঘুদের জীবন মান উন্নয়ন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।

এর আগে সুজন গতকাল ১৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭ টা থেকে শুরু করে নগরীর সদরঘাট, নালাপাড়া, মাঝিরঘাট, গোসাইলডাঙ্গায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বালক সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ সেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বালক সংঘ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তুষার দাশ, বন্দর থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোরশেদ আলম, পূজা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী অভিষেক দাশগুপ্ত, লিটন শীল, তরুন শীল, স্বরূপ দত্ত রাজু, হাসান মোঃ মুরাদ, মোঃ তারেক, অভি শীল, অরুন শীল, তমাল শীল, আশীষ সরকার নয়ন, অংকন শীল, অনিক চক্রবর্ত্তী , পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর জহির আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইবনে সালাউদ্দিন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক এটলি, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মিয়া, আতাউল্লাহ চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক সুমন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক ফরহান আহমেদ, মহিলা কাউন্সিলর নীলু নাগ, নগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য নূরুল কবির, ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ সানাউল্ল্যাহ, মাইনুল হক লিমন, এনামুল হক মিলন, জাহেদ আহমদ চৌধুরী, এএসএম জাহিদ হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন অসিত সেন, সাধারণ সম্পাদক হিমু রাজ, টিসু মল্লিক, রাজীব হাসান রাজন, নগর ছাত্রলীগের সভাপতি এম.ইমরান আহমেদ ইমু, ইরফানুল আলম জিকু, সৈকত বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এসসি