শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চবি ভর্তিপরীক্ষা : প্রক্সি দিলেই ধরা!

| প্রকাশিতঃ ২৬ অক্টোবর ২০১৮ | ১০:৫২ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : চবির ভর্তিপরীক্ষায় প্রক্সি দিতে গেলে এবার আর রক্ষা নেই। ধরা তাকে পড়তেই হবে। প্রক্সি প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রস্তুত করেছে এন্টি প্রক্সি অ্যাপ।

শুক্রবার বিকেলে চবি ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।

তিনি বলেন, ভর্তিপরীক্ষায় প্রক্সিসহ সকল ধরনের জালিয়াতি রোধে পরিক্ষার হলে নিয়ন্ত্রণ করা হবে ‌’এন্টি প্রক্সি’ নামক অ্যাপের মাধ্যমে। অ্যাপসটি প্রত্যেক পরিদর্শক নিজের মোবাইলে ডাউনলোড করে রাখবেন এবং পরিদর্শক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের উপরে থাকা (QR) কিউআর কোর্ড-এর উপর অ্যাপসটি অন করে মোবাইলের ক্যামেরা ধরলেই অটোমেটিক কিউআর কোর্ডের মধ্যে থাকা একটি গোপন কোর্ডকে শনাক্ত করে তাৎক্ষণিক চবির অনলাইন সার্ভারের সাথে কানেক্ট হয়ে সার্ভারে থাকা ব্যক্তিকে ডিসপ্লেতে দেখাবে।’

কাজেই সার্ভারে থাকা পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ পরীক্ষা দেয়ার সুযোগ এবার থাকছে না। এই অ্যাপসের ফলে কেউ প্রক্সি দিতে গেলে নিশ্চিত ধরা পড়বেন। বলেন প্রক্টর।

একুশে/আইএস/এটি