শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে এবার কম খরচে মিলবে ক্যান্সারের চিকিৎসা-সেবা

| প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০১৮ | ৭:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় অত্যাধুনিক রেডিওথেরাপি(কোবাল্ট-৬০) সেবা কার্যক্রম চালু হয়েছে। এর ফলে এখন থেকে চট্টগ্রামে কম খরচে রোগীদের ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা সেবা পাওয়া যাবে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের একটি কক্ষে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় সিটি মেয়র বলেন, ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল। গত কয়েক বছর ধরে এ রোগের ভালো কোনো চিকিৎসা না থাকায় এই অঞ্চলে রোগীদের অনেক ভোগান্তি পোহাতে হতো। অনেকেই টাকার অভাবে এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতো। এই রেডিওথেরাপি মেশিনটি চালু হাওয়ায় ক্যান্সার আক্রান্ত রোগীদেরকে ৮-১০হাজার টাকার মধ্যে চিকিৎসা সেবা দেয়া সম্ভব হবে। সেই সাথে রোগীদের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।

বৃহত্তর চট্টগ্রামের লাখো ক্যান্সার রোগীর জন্য এই মেশিনকে আশীর্বাদস্বরূপ উল্লেখ করে মেয়র বলেন, এখন থেকে কোনো ক্যান্সার রোগীকে বিদেশ কিংবা চট্টগ্রামের বাইরে যেতে হবে না। প্রতিদিন এই মেশিনটি থেকে ৯০ থেকে ১০০জন ক্যান্সার রোগী সেবা নিতে পারবে। এছাড়া এসব রোগীদের জন্য চমেক হাসপাতালে অচিরেই ১০০ শয্যা বিশিষ্ট একটি ক্যান্সার ইউনিট প্রতিষ্টা করা হবে।

জানা গেছে, এই রেডিওথেরাপি মেশিনের মাধ্যমে চট্টগ্রামে কম খরচে গরীব অসহায় রোগীদের ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে। উন্নত প্রযুক্তির নতুন কোবাল্ট মেশিনটি থেকে তিন রকমের সেবা পাওয়া যাবে। এগুলো হচ্ছে টু ডাইমেনশনাল এবং টানলি বিম রেডিয়েশন থেরাপী (টুডি ইবিআরটি), থ্রি ডি ইবিআরটি এবং ইনটেনসিটি মডিউলেটেড রেডিয়েশন থেরাপী (আইএমআরটি)। এর মধ্যে থ্রিডি ইবিআরটি ও আইএমআরটি হচ্ছে আধুনিক পর্যায়ের সেবা।

রেডিওথেরাপি মেশিন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদ, চমেকের উপাধ্যক্ষ প্রদীপ কুমার, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, রেডিওথেরাপি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ ও সার্জন ডা. আলী আজগর চৌধুরী প্রমুখ।