শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘সবসময় রাজনীতির ভালো ছাত্র থাকার চেষ্টা করেছি’

| প্রকাশিতঃ ২৬ নভেম্বর ২০১৮ | ৩:৩৩ অপরাহ্ন

রাকীব হামিদঃ ‘আমি গত দশটি বছর ভালো ছাত্র ছিলাম কি না জানি না। কিছু ছাত্র থাকে না অনেক খাটে। আমি সেই অনেক খাটা ছাত্র হিসেবে চেষ্টা করেছি জনগণের সেবা করার। সুতরাং, পরীক্ষকরা আশা করি আমাকে ভালো ছাত্র হিসেবে গ্রহণ করবে।’

কথাগুলো বলছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সরকারের দুই মেয়াদে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে সংসদ ছিলেন তিনি। বিগত সময়ে মানুষের পাশে থেকে সেবা করার প্রচেষ্টার কথা একুশে পত্রিকাকে জানান তিনি। সোমবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় চট্টগ্রামে দেওয়ানজি পুকুর পাড় এলাকায় তার নিজ বাসভবনে কথা হয় আওয়ামী লীগের এ কেন্দ্রীয় নেতার সাথে।

নির্বাচন রাজনীতিবিদদের জন্য পরীক্ষা উল্লেখ করে তিনি জানান, ‘বছরান্তে ছাত্রদের পরীক্ষা হয়। পরীক্ষায় অনেক ছাত্র পরীক্ষা দেয়, পরীক্ষক থাকেন একজন। রাজনীতিবিদদের যখন পরীক্ষা হয় সেটা হচ্ছে ভোটের সময়। তখন পরীক্ষার্থী একজন, কিন্তু পরীক্ষক থাকে লক্ষাধিক।’

পক্ষ-প্রতিপক্ষ সবার পাশে ছিলেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘সালাউদ্দিন কাদেরের মায়ের নামে কলেজের এমপিওভুক্তি হয়েছে আমার ডিও লেটারে। আমার বিরুদ্ধে মাইকিং করেছে এমন অনেকের চাকরী আমি দিয়েছি। আমি সব মানুষের সেবা করার চেষ্টা করেছি। দলমত নির্বিশেষে সকলের দুয়ার আমার জন্য খোলা রেখেছি। বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমার প্রিয় এলাকাবাসীর প্রতি বিনীত নিবেদন, আমার দুয়ার যেমন দলমত নির্বিশেষে সকলের জন্য খোলা ছিল, তাদের দুয়ারটাও যেন আমার জন্য খোলা থাকে।’

একাদশ সংসদ নির্বাচনে বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বি হিসেবে মাঠে থাকবে। প্রতিপক্ষ হিসেবে তার আসনে বিএনপি প্রার্থীকে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, আমি কোন প্রতিপক্ষকে ছোট করে দেখি না। কারণ নির্বাচন একটি যুদ্ধ এবং এই যুদ্ধে প্রতিপক্ষকে যদি খাটো করে দেখা হয় তাহলে যুদ্ধ প্রস্তুতি ভালো হয় না। সেজন্য আমি কখনো খাটো করে দেখি না। আমি মনে করি, জনগনের জন্য আমি যেভাবে সময় দিচ্ছি, দলমত নির্বিশেষে কাজ করার চেষ্টা করেছি। এভাবে আমার নির্বাচনী এলাকাটা বদলে গেছে।

‘যারা মানুষের ওপর বোমা মেরেছে, যারা মানুষে গাড়ি ভাঙচুর করেছে। ১০ বছরে যারা মানুষের কোন খবর রাখে নি, নিশ্চয় জনগণ তাদের সমর্থন দিবে না। বরং যারা মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, মানুষের উপকার করতে পারুক আর না পারুক উপকারের চেষ্টা করেছে জনগণ তাদের পক্ষে থাকবে।’- যোগ করেন তিনি।

ছবি-আকমাল হোসেন

একুশে/আরএইচ/এটি