চবি: রিসা, তনু, আফসানাসহ সকল ধর্ষন ও হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
মানববন্ধনে চবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, ‘একের পর এক হত্যাকান্ড চালিয়েও অপরাধীরা পার পেয়ে যাওয়ার কারণেই দেশে হত্যা ও ধর্ষণের অপসংস্কৃতি বিদ্যমান। এ অপসংস্কৃতি থেকে দেশকে উদ্ধার করতে দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।’
মানববন্ধনে সংহতি জানিয়ে এসময় আরো বক্তব্য রাখেন চবি ছাত্র ফেডারেশনের সভাপতি আনোয়ার সাদাত জোনায়েদ, ছাত্র ইউনিয়নের সহ সভাপতি রাইসুল জিলানি, শিক্ষা ও গবেষণা সম্পাদক ধীষণ চাকমা, জান্নাতুল মাওয়া, সুমাইয়া আক্তার, মাহবুবা জাহান রুমি প্রমুখ।