
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগে পঞ্চমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানী মেলা-বিআইটিএফ’। ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই মেলার এবার আসর বসছে কর্ণফুলীর তীরে বন্দর মেরিনার্স রোডে। এদিন মেলার উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বুধবার (১২ ডিসেম্বর) এই উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সিএমসিআই সভাপতি খলিলুর রহমান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশি শিল্পকারখানায় উৎপাদিত পণ্যের প্রদর্শন ও স্থানীয় চাহিদা সৃষ্টিসহ বিদেশের বাজারে রফতানি বাড়ানোর ক্ষেত্রে এ মেলার গুরুত্ব অপরিসীম। এ মেলা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি মাইলফলক।
এসময় আরো উপস্থিত ছিলেন সিএমসিসিআই’র পরিচালক লায়ন হাকিম আলী, ডা. রমিজ উদ্দিন, মো. আমিনুজ্জাম ভূঁইয়া, আবদুল আউয়াল, মাহমুদ রাসেল, দিদারুল আলম, এম সোলায়মান প্রমুখ।
এবার মেলায় দেশী বিদেশী ১৮০ টি স্টল ও প্যাভেলিয়ন থাকবে। থাইল্যান্ড, ইন্ডিয়া ও পাকিস্তানের মেগা পায়ভিলয়নও থাকছে। মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
একুশে/আরএইচ