শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সিঙ্গাপুরে কবিতা প্রতিযোগিতায় চট্টগ্রামের রিপন চৌধুরী দ্বিতীয়

| প্রকাশিতঃ ১৭ ডিসেম্বর ২০১৮ | ৪:০৬ অপরাহ্ন

ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর : গত ১৫ ও ১৬ ই ডিসেম্বর ২০১৮ ন্যাশনাল গ্যালারি সিঙ্গাপুর, আর্ট হাউজ এবং সিঙ্গাপুর বুক কাউন্সিল হেডকোয়ার্টার তিনটি ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে আন্তজার্তিক অভিবাসী উৎসব।

উৎসবে অভিবাসী কর্মীদের চলচিত্র প্রদর্শনী, সঙ্গীত পরিবেশনা, সৃষ্টিশীল কর্মশালা, আলোচনা সভা, গল্প বলা কর্মশালার, মঞ্চ নাটকের পাশাপাশি কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ভ্রমন বিষয়ক লেখক শিবাজী দাসের উদ্যোগে অভিবাসী উৎসবটি অনুষ্ঠিত হয়। উৎসবে সহযোগিতায় ছিল ইউএস এম্বাসী সিঙ্গাপুর, সাহিত্য সংগঠন সিংলিট স্টেশন সহ আরো অন্যান্য সাংস্কৃতিক সংগঠন সমূহ।

প্রায় আটটি দেশের অভিবাসীরা এই কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রাথমিক পর্বে বাছাই শেষে চূড়ান্ত পর্বের জন্য বিশজন কবিকে নির্বাচিত করা হয়।

গত ১৬ই ডিসেম্বর উপস্থিত দর্শকদের সামনে এই বিশজন কবি মঞ্চে কবিতা আবৃত্তি করেন। মঞ্চে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন তিনজন বাংলাদেশী কবি শরীফ উদ্দিন, জুবায়ের আহমেদ ও রিপন চৌধুরী।

সেখানে বিচারকদের বিবেচনায় প্রথম স্থান অর্জন করেন ইন্দোনেশীয়ান সুগিয়াত্রী, দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশী রিপন চৌধুরী ও যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন ইন্দোনেশিয়ান ইয়ুলি, বার্মিজ ম্যা কাঙ্গ৷

চূড়ান্ত পর্বে বিচারকদের ভূমিকায় ছিলেন আলফিয়ান সাদ, হারেশ শর্মা ও আমান্দা চং।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিঙ্গাপুরে যুক্তরাষ্টের দূতাবাসের প্রতিনিধি ক্যামেলি ডসন।

উৎসব সম্পর্কে শিবাজী দাশ বলেন, আন্তর্জাতিক অভিবাসী উৎসব সফলতার সহিত সম্পূর্ণ করার জন্য সকল অভিবাসী কর্মী, রিফিউজি, স্থানীয় ব্যক্তি ও সকল স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ৷ সকলের স্বতফূর্ত অংশগ্রহন ও ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতে এধরনের অনুষ্ঠান আয়োজনে সহায়ক হবে।’

প্রতিযোগিতায় উপস্থিত দর্শক নাজমুল খান বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এমন প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশী কবির দ্বিতীয় স্থান করায় আমি খুবই আনন্দিত৷

অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন সিঙ্গাপুর প্রবাসী কবি জাকির হোসেন খোকন৷