শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

নগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপুর মায়ের ইন্তেকাল

| প্রকাশিতঃ ২৪ ডিসেম্বর ২০১৮ | ৯:০২ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপুর মা রেজোয়ান খাতুন রোববার দিনগত রাত ১টায় রাঙ্গুনিয়ার পদুয়া ত্রিপুরাসুন্দরী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৮ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ জোহর পদুয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় নামাজে জানাজা শেষে ত্রিপুরাসুন্দরী মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

প্রসঙ্গত, প্রয়াত রেজোয়ান খাতুন একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারের ফুফু।