শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

জনস্বাস্থ্য সচেতনতায় “ডি ইঞ্জিনিয়ারর্স ক্লাব”

| প্রকাশিতঃ ১ জানুয়ারী ২০১৯ | ৪:০১ অপরাহ্ন

চট্টগ্রাম : সুস্থ জীবনধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব” এর সোশ্যাল টিম নগরের বিভিন্ন এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরণের কর্মসুচি আয়োজন করেছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) নগরের বহদ্দারহাট, চান্দগাঁও, মুরাদপুর, ছোটপুল, বড়পুল ইত্যাদি সড়কে এ মাস্ক বিতরণ করেন তাঁরা। এসময় জীবাণুবাহিত ধুলাবালি যে জনস্বাস্থ্যের জন্য হুমকি সে বিষয়ে সাধারণ মানুষদের অবহিত করা হয়। পাশাপাশি এ ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।

ক্লাবের হেড অফ সোশ্যাল ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট অফিসার জাহিদ হাসান বলেন, এই আয়োজন এর মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষ এর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা । এবং অন্যদের সামাজিক কাজে এগিয়ে আসার জন্য উৎসাহিত করা।

এসময় ক্লাবের সদস্য আবিদুর রহমান আসিফ, ইমতাজুল হক, রবিউল হোসেন, আবেদিন রাফাত এবং প্রতিষ্ঠাতা সদস্য আশিক ইলাহি প্রমুখ উপস্থিত ছিলেন।

একুশে/প্রেস/এসসি