শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রধানমন্ত্রীর বই-বিপ্লব প্রশংসনীয় : বিভাগীয় কমিশনার

| প্রকাশিতঃ ১ জানুয়ারী ২০১৯ | ৮:১৬ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় প্রত্যেক বছরের প্রথম দিন সারাদেশে একযোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের নতুন বই তুলে দেয়া সত্যিই প্রশংসনীয়। অতীতে আর কোনো সরকার এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করেনি। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে বই-উৎসবে বাংলাদেশ চ্যাম্পিয়ন ও বিপ্লবে পরিণত হয়েছে। নতুন বই পাওয়ার আনন্দ শুধু শিক্ষার্থীদের নয়, আমরা সকলেই এর অংশীদার। এবার সারাদেশে প্রাথমিক পর্যায়ে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি নতুন বই সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তিন পার্বত্য জেলার অধিবাসীদের জন্য আলাদাভাবে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি তুলে ধরে ৫০ হাজার বই ছাপিয়ে বিনামূল্যে বিতরণের জন্য দেয়া হয়েছে। পৃথিবীর কোনো কোনো দেশে এত জনসংখ্যাও নেই।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১১টায় পটিয়া উপজেলার পূর্ব জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগ বই বিতরণ উৎসব ২০১৯-এর আয়োজন করেন।

তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনে উন্নত দেশ গড়ার নেতৃত্ব দেবে। আমাদের একটি শিশুও যেন লেখাপড়া থেকে বাদ না পড়ে সে লক্ষ্যে সরকার সারাদেশে বিনামূল্যের বইসহ অনেক শিক্ষার্থীকে বিনামূল্যে পড়ার সুযোগ দিচ্ছে। শিক্ষার্থীদেরকে মানসম্মত, যুগোপযোগী ও বিশুদ্ধভাবে পাঠদানে উদ্বুদ্ধ করতে প্রত্যেক শিক্ষককে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী হতে হবে। বইয়ের প্রতি যতœশীল হয়ে প্রত্যেক শিক্ষার্থীকে মনোযোগ সহকারে পড়ালেখা করে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পূর্ব জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী। স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. সুলতান মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান, প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক রাশেদা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জহির উদ্দিন চৌধুরী, হৃষিকেশ শীল, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের শিক্ষা অফিসার তাপস কুমার পাল, মো. মামুন কবির, পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহার বিল্লাহ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রূপাঞ্জলী কর প্রমুখ। বই বিতরণ উৎসবে পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি, বিভাগীয় কমিশনার অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শেষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

উল্লেখ্য, এবার চট্টগ্রাম বিভাগের অধীন ১১ জেলার প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ৪০ লাখ ৩৬ হাজার ৩০৬ জন শিক্ষার্থীর মাঝে ১ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৮৮৬টি নতুন বই সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। অপরদিকে চট্টগ্রাম জেলার অধীন ১৪ উপজেলা ও নগরীর ৬ শিক্ষা থানার প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মোট ১০ লাখ ২৬ হাজার ২১৭ জন শিক্ষার্থীর মাঝে ৪৮ লাখ ৪৯ হাজার ৯৪৪টি নতুন বই সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। জেলায় প্রাক্-প্রাথমিকে ১ লাখ ৯৮ হাজার ১৯০ জন শিক্ষার্থীকে ১সেট করে বিনামূল্যের নতুন বই দেয়া হয়।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি