মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

লোকসভা নির্বাচনে সম্ভাব্য কংগ্রেস প্রার্থী কারিনা

| প্রকাশিতঃ ২১ জানুয়ারী ২০১৯ | ৬:১৯ অপরাহ্ন

একুশে ডেস্ক : ২০১৯ সালের লোকসভা ভোটে এবার ভোপাল থেকে কংগ্রেসের হয়ে সম্ভাব্যপ্রার্থী বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। গত ৪০ বছর ধরে ভোপাল লোকসভা সিটে অধিকার জমাতে পারেনি কংগ্রেস। তাই নতুন পরিকল্পনা করেছে তারা।

ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, পতৌদি পরিবার ভোপালেরই বাসিন্দা। ১৯৯১ সালে সাইফ আলির বাবা ও ভারতীয় ক্রিকেটর মনসুর আলি খান পতৌদি, কংগ্রেসের হয়ে ভোপাল থেকেই দাঁড়িয়েছিলেন। কিন্তু সেসময় তিনি হেরে গিয়েছিলেন।

২০১২ সালে সাইফ আলির সঙ্গে বিয়ের পরে মাঝে মাঝেই কারিনা কাপুরকে ভোপালে দেখা গেছে। পারিবারিক নানা অনুষ্ঠানে অংশ নিতেই তার এমন ঘন ঘন ভোপাল ভ্রমণ বলে জানা গেছে। এই কারণেই কারিনাকে কংগ্রেসের তরফ থেকে টিকিট দেওয়ার প্রস্তাব দিয়েছেন দলের এক স্থানীয় কার্যকর্তা।

একুশে/ডেস্ক/এসসি