শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি

| প্রকাশিতঃ ৩১ জানুয়ারী ২০১৯ | ১২:৫২ অপরাহ্ন

ঢাকা : সারাদেশে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো হবে আগামী ৯ ফেব্রুয়ারি। এ দিন শূন্য থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস বলেন, এ দিন সারাদেশের শূন্য থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আমরা শিগগিরই নোটিশ দিয়ে বিষয়টি সবাইকে জানিয়ে দেবো। এর আগে তারিখ নির্ধারিত হলেও পরে তা স্থগিত করা হয়। এ সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

একুশে/এসসি