মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ঈদের ছুটিতে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

| প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর ২০১৬ | ৩:৫২ অপরাহ্ন

patenga-sea-beachচট্টগ্রাম: ঈদের ছুটিতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, শিশুপার্ক, চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে পরিবারের বড় সদস্যদের সঙ্গে শিশু-কিশোরদের ঢল নামে। ঈদের দিন মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রতিটি বিনোদনকেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। বুধবার বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রচন্ড ভিড় ছিল।

বৃহস্পতিবারও পতেঙ্গা সৈকতে হাজারো মানুষ পরিবার নিয়ে ঘুরে বেড়াতে যান। নগরীর সুগন্ধা আবাসিক এলাকার বাসিন্দা কফিল উদ্দিন বলেন, ‘ঈদের ছুটি হওয়ায় পরিবারের সবাইকে একসাথে পেয়েছি। এ সুযোগকে কাজে লাগিয়ে বেড়ানোর পরিকল্পনা করি। আজ (বৃহস্পতিবার) সবাইকে নিয়ে পতেঙ্গা এলাম। আগের দিন ফয়’স লেক গিয়েছিলাম।’

এদিকে বুধবার বিকেলে ও সন্ধ্যায় সমুদ্র সৈকত থেকে ফেরার সময় গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই। ঈদের ছুটিতে এমনিতেই নগরীতে যানবাহন চলাচল কম। তার ওপর এক সৈকতে প্রচুর মানুষ হওয়ার কারণে সিএনজিচালিত অটোরিকশা চালকেরা ইচ্ছেমতো ভাড়া হাঁকেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেড়াতে আসা লোকজন।

অন্যদিকে বৃহস্পতিবার নগরের ফয়’স লেকের কনকর্ড এমিউজমেন্ট পার্ক, সিওয়ার্ল্ড, চিড়িয়াখানা, আগ্রাবাদ শিশুপার্ক ও কাজীর দেউড়ির শিশুপার্কের বিভিন্ন রাইডে চড়ার জন্য শিশু-কিশোর ও তরুণ-তরুণীর দীর্ঘ লাইন চোখে পড়েছে।