মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বাণিজ্যযুদ্ধ: আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন

| প্রকাশিতঃ ১৫ ফেব্রুয়ারী ২০১৯ | ১০:৩৪ পূর্বাহ্ন


চীন: বাণিজ্যযুদ্ধ ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-চীন। তবে এই সংকট কাটিয়ে উঠতে আলোচনায় বসেছে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ দুটি। বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে দেশ দুটির মধ্যে উচ্চ পর্যায়ের এই আলোচনা শুরু হয়।

এ ব্যাপারে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, ‍বৃহস্পতিবার চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজার ও অর্থমন্ত্রী স্টিভেন মনুচিনের সঙ্গে আলোচনায় বসেন।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা যদি মার্কিন দাবি অনুসারে বাণিজ্যনীতি সংশোধন না করে তবে আগামী ১ মার্চ থেকে প্রায় ২০০ বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ করা হবে।