মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে কিশোরীর রহস্যজনক মৃত্যু

| প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর ২০১৬ | ৬:৪০ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ফাতেমা আক্তার (২১) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর গ্রামের নাছিমা ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফাতেমা আক্তার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বালুটিলা এলাকার নূর আলমের মেয়ে।

জানা গেছে, বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর গ্রামের নাছিমা ভবনের চতুর্থ তলায় মমতাজ বেগমের বাসায় ফাতেমা নামের এক কিশোরী কাজ করতো।

মমতাজ বেগমের দাবি, গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) তিনি তার বাপের বাড়ি যান। তবে ওই কিশোরী আর মমতাজ বেগমের বুয়েট পড়–য়া মেয়ে মর্জিনা বেগম ঘরেই ছিলো। শনিবার মমতাজ বেগমের মেয়ে ঘরের বাইরে যান, ফিরেন দুপুরে। মমতাজ বেগমের কন্যা বাসায় ফিরে দেখতে পান ফাতেমার ঘরের দরজা বন্ধ।

পরে দারোয়ানকে ডেকে এনে দরজা ভাঙ্গলে ঘরের জানালার গ্রীলের সাথে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে তারা দাবি করেন মমতাজ বেগম।

ফাতেমার মা রাফিয়া বেগম জানান, ফাতেমার সাথে গত তিনদিন আগে মুঠোফোনে কথা হয়। তখন ফাতেমা বাড়ি যেতে বায়না ধরে। এই বিষয়টি গৃহকর্তীও জানেন বলে রাফিয়া বেগম দাবি করেন।

ফাতেমার মৃত্যুর ব্যপারে কোন অভিযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আল্লাহ জানেন সব কিছু। তবে তিনি বলেন, সকল আত্মীয় স্বজনের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে কি কারণে ফাতেমা আত্মহত্যা করেছে তা জানা যায়নি।