চট্টগ্রাম: নগরীর সদরঘাট থানা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পূর্ব মাদারবাড়ীর দারোগার হাট রোড়ের ষ্টার গোল্ড সুজ ফ্যাক্টরীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ রাব্বী ওরফে বাবু (২০) কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার নবীয়াবাদ এলাকার আব্দুল মোতালেবের ছেলে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা রাব্বীকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে বেশি দামে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা হয়েছে।