চট্টগ্রাম: চট্টগ্রামে দুর্ধর্ষ শিবির ক্যাডার নাসির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাসির একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন। রোববার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সাদেকুর রহমানের আদালত তাকে জামিন দেন।
বিষয়টি নিশ্চিত করে নাসিরের আইনজীবি মনজুর আহমেদ আনসারী বলেন, ফটিকছড়ির ভুজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন বশর হত্যা মামলায় (মামলা নং ১২/৯৮) জামিন পেয়েছেন নাসির। মামলার সাক্ষীরা আদালতে না আসায় আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।
প্রসঙ্গত ১৯৯৮ সালের ৯ এপ্রিল চট্টগ্রাম নগরের প্যারেড কর্ণার থেকে গ্রেফতার হন শিবির ক্যাডার নাসির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাসির। তার বিরুদ্ধে দায়ের হওয়া ৩৬ মামলার ১৭টি রায় হয়েছে। তন্মধ্যে একটি অস্ত্র মামলায় তার সাজা হয়েছে। বাকি ১৬ মামলায় তিনি খালাস পেয়েছেন। একটি অস্ত্র উদ্ধারের ঘটনায় ২০০৮ সালের ১৩ মে তার ১৭ বছরের সশ্রম কারাদন্ডের রায় হয়। অস্ত্র রাখার দায়ে ১০ বছর ও গোলাবারুদ রাখার দায়ে ৭ বছর রায় দেয়া হয়। রায়ের মর্মমতে দুটি সাজার মেয়াদ একযোগে শুরু হবে। এছাড়া হাজতবাস থেকে সাজার মেয়াদ বাদ যাবে বলেও উল্লেখ করা হয়েছে। সে হিসাবে অন্য মামলায় সাক্ষ্য সাবুদ হাজির করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হলে শিবির নাসির অচিরেই মুক্তি পেতে পারে।