মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মাকে হত্যার ঘটনায় ছেলের বিরুদ্ধে বাবার মামলা

| প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০১৬ | ৩:৪৩ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকার একটি ভবনে মাকে হত্যার পর আত্মহত্যার চেষ্টার ঘটনায় ছেলে সুমিত চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা সুখময় চৌধুরী। এছাড়া সুমিতের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগ এনে আরেকটি মামলা করেছেন বন্দর থানার এসআই আমিনুল ইসলাম।

শনিবার রাতে এ দুই মামলা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম।

তিনি বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হন সুমিত। গত শনিবার ফল পুনঃনিরীক্ষণের ফলাফলেও তার উন্নতি না হওয়ায় তাকে বকাবকি করা হয়। এর জেরে শনিবার দুপুরে সুমিত তার মা কুমকুমকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে আত্মহত্যার চেষ্টা চালায়।

ওসি বলেন, মানসিকভাবে অসুস্থও ছিলেন সুমিত। তার ঘাড়ে ধারাল অস্ত্রের আঘাত আছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন আছে সে।